বাজেটে ইসির জন্য বরাদ্দ ২৯৫৬ কোটি টাকা

বাজেটে ইসির বাজেট
বাজেটে ইসির বাজেট | ছবি: এখন টিভি
0

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ অন্যান্য খাতে নির্বাচন কমিশনের (ইসি) জন্য জাতীয় বাজেটে দুই হাজার ৯৫৬ কোটি টাকা বরাদ্দ রেখেছে অন্তর্বর্তী সরকার। আজ (সোমবার, ২ জুন) অর্থ উপদেষ্টার দেওয়া ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ বরাদ্দ রাখা হয়েছে। সরকার পরিচালনা খাতে দুই হাজার ৭২৬ কোটি ৯৫ লাখ টাকা, আর উন্নয়ন খাতে ২২৯ কোটি পাঁচ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

নির্বাচন কমিশনের প্রধান যে কাজগুলো বরাদ্দের মধ্যে রয়েছে সেগুলো হলো- রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন এবং এ-সংক্রান্ত ডাটাবেইজ ও ডাটা সেন্টার রক্ষণাবেক্ষণ; জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী সীমানা নির্ধারণ; রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন এবং আইন দ্বারা নির্ধারিত অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন পরিচালনা; জাতীয় পরিচয়পত্র প্রস্তুত ও বিতরণ এবং সেবা দেওয়া।

আরো পড়ুন:

আরো রয়েছে, নির্বাচনী বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী নিষ্পত্তিকরণ; নির্বাচন ও নির্বাচন কমিশন সম্পর্কিত আইনের প্রস্তাবনা প্রস্তুতকরণ এবং বিধিমালা, প্রবিধি ও নীতিমালা প্রণয়ন; রাজনৈতিক দলের নিবন্ধন এবং নিবন্ধন করা রাজনৈতিক দলের প্রতীক সংরক্ষণ এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়, আন্তর্জাতিক সভা-সমিতি, সেমিনার-ওয়ার্কশপের আয়োজন ও অংশগ্রহণ এবং চুক্তি প্রণয়ন।

আরো পড়ুন:

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে যে খাতগুলো সুনির্দিষ্ট করা হয়েছে, সেগুলো হলো- দুটি সিটি করপোরেশন নির্বাচন, চারটি পৌরসভা সাধারণ নির্বাচন, ১০টি উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন, ১০টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের উপ-নির্বাচন অনুষ্ঠান সম্পাদন; কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে জাতীয় ভোটার দিবস উদযাপন; ছবিসহ ভোটার তালিকা হালনাগাদকরণের কার্যক্রম; পেপার লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র প্রস্তুত, মুদ্রণ ও বিতরণ; উন্নতমানের (স্মার্ট) জাতীয় পরিচয়পত্র বিতরণ; শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচে নাগরিক নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ।

আরো পড়ুন:

আরো রয়েছে, এনআইডি সিস্টেমের অডিট ও ডকুমেন্টশন; প্রবাসে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই নিবন্ধনকরণ ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ; এনআইডি মিনি আর্কাইভ/লাইব্রেরি স্থাপন; কুমিল্লায় অবস্থিত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় তথা আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন স্থাপন এনআইডি সিস্টেমকে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর কমন প্ল্যাটফর্মে সংযুক্তির জন্য প্রয়োজনীয় সাইবার সেন্সর সিস্টেম স্থাপন; জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই/শনাক্তকরণ সংক্রান্ত পার্টনার সার্ভিস অব্যাহত রাখা এবং নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী ব্যবস্থাপনায় আইসিটি ব্যবহারের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম।

এনএইচ