আজ (মঙ্গলবার, ১০ জুন) দুপুরে নাটোরে মাদ্রাসায় চামড়া সংরক্ষণ ও দেশের দ্বিতীয় বৃহত্তম চকবৈদ্যনাথের চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ রয়েছে মাত্র ৮টি প্রতিষ্ঠানের। কিন্তু এই সনদ পেতে হলে ট্যানারি শিল্প মালিকদের এগিয়ে আসতে হবে। শুধু যে সিইটিপির পর নির্ভরশীল নয়। তাছাড়া ওয়েটব্লু রপ্তানির পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।’
এসময় উপদেষ্টার সঙ্গে জেলা পুলিশ সুপার আমজাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।