বাংলাদেশিদের ইউরোপ যেতে সহায়ক পরিবেশ তৈরি ও ভিসা প্রাপ্তির জটিলতা নিরসনে রোমানিয়া, বুলগেরিয়া, বসনিয়া, পর্তুগাল, পোল্যান্ডসহ দেশগুলোর অ্যাম্বাসী স্থাপন অথবা ভিসা কার্যক্রম বাংলাদেশে শুরুর জন্য সংশ্লিষ্ট দেশগুলির সাথে কূটনৈতিক আলোচনা জোরদার করার কথা বলেন তারা।
পাশাপাশি লাগামহীন বিমান ভাড়ার দাম যৌক্তিক পর্যায়ে আনতে টিকিট সিন্ডিকেট ভেঙ্গে দিতে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানায় সংগঠনটি।
এছাড়া অবৈধ অভিবাসন ঠেকাতে রাষ্ট্রীয়ভাবে গৃহীত পদক্ষেপ ও কর্মী নেয়ার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করা, বিদেশে যাওয়ার পর কোনো কর্মী চুক্তি অনুযায়ী সঠিক কাজ ও বেতন না পেলে সে দেশে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ তৈরি ও প্রয়োজনের চাকরি পরিবর্তনের সুযোগ নিয়ে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর কথা বলেন আহ্বায়ক নাফিজা ইসলাম ও সদস্য সচিব মেহেদী হাসান আশিক।