আন্তর্জাতিক বাণিজ্য
অর্থনীতি
0

সরবরাহ সংকটে ভিয়েতনামে কফির দাম ঊর্ধ্বমুখী

চলতি সপ্তাহে ভিয়েতনামে কফির দাম বেড়েছে। ব্যবসায়ীদের তথ্যানুযায়ী, কফি বিনের সরবরাহ সংকট দাম বৃদ্ধিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কফি উৎপাদনের ভিয়েতনামের অন্যতম জায়গা সেন্ট্রাল হাইল্যান্ডস। বর্তমানে সেখানে প্রতি কেজি কফি বিন ১ লাখ ২০ হাজার ৬০০ থেকে ১ লাখ ২১ হাজার ৬০০ ডংয়ে (৪.৮৫-৪.৮৯ ডলার) বিক্রি হচ্ছে। সেখানে গত সপ্তাহে কেজিপ্রতি দাম ছিল ১ লাখ ১৮ হাজার ৫০০-১ লাখ ১৯ হাজার ৩০০ ডং।

অন্যদিকে রোবাস্তা কফির দাম টন প্রতি বেড়ে ৪ হাজার ৯২৬ ডলার হয়েছে। ২০০৮ সালের পর যা সর্বোচ্চ। ৫ শতাংশ ব্ল্যাক ও ব্রোকেন গ্রেড টু রোবাস্তা কফির টনপ্রতি মূল্য ছিল ২০-৫০ ডলার।

ভিয়েতনামের মার্কেন্টাইল এক্সচেঞ্জ এর ডেপুটি চিফ এনগুয়েন এনগোক কুইন বলেন, আগের বছরের তুলনায় চলতি বছর নতুন শস্যের চুক্তিমূল্য একরকম নেই। কেননা রপ্তানিকারক সংস্থাগুলো তাদের বাধ্যবাধকতা পূরণের ক্ষমতা সম্পর্কে আরও সতর্ক হয়ে উঠছে।

এক ব্যবসায়ী জানান, কফি বিনের দাম বেড়ে যাওয়ায় ফার্মগুলো চাপের মধ্যে রয়েছে। এছাড়াও সামনে সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার সুমাত্রায় ২৬৫ ডলারে প্রিমিয়াম ক্যাটাগরির কফি বিন বিক্রি হচ্ছে। আগের সপ্তাহে দাম ছিল ২০০ ডলার।

tech