গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা প্রায় ২ দশমিক ১৭ বিলিয়ন বা ২১৭ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন।
সোমবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রবাসী আয়ের এ হালনাগাদ তথ্য পাওয়া গেছে।
এর আগে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কখনও ২ বিলিয়ন ডলার ছাড়ায়নি। গত বছরের ফেব্রুয়ারিতে যা ছিল ১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার, সে হিসাবে ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স বেশি এসেছে গত মাসে।
মূলত ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কম হওয়ায় রেমিট্যান্স কম থাকে। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকের মাধ্যমে ডলারের ভালো দর পাওয়াসহ বিভিন্ন কারণে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। এরপর আগস্টে ১ দশমিক ৫৯ বিলিয়ন, সেপ্টেম্বরে ১ দশমিক ৩৩ বিলিয়ন, অক্টোবরে ১ দশমিক ৯৭ বিলিয়ন, নভেম্বরে ১ দশমিক ৯৩ বিলিয়ন আর ডিসেম্বরে আসে ১ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।
সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ২ দশমিক ১০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা।