পরীক্ষার সময় ও পদের বিস্তারিত (Exam Date and Vacancy Details)
৯ম গ্রেডের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৫৫৪টি শূন্য পদে (1554 Vacancies) নিয়োগ দেওয়া হবে। ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৫,০০৩ জন প্রার্থী (15,003 Qualified Candidates) এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
- পরীক্ষার নতুন তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৫ (বুধবার)।
- পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
- পরীক্ষার ধরন: লিখিত পরীক্ষা (Written Test)।
আরও পড়ুন:
পরীক্ষা কেন্দ্রসমূহ (Exam Centers)
রাজধানীর নির্দিষ্ট দুটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ১. শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (Shamsul Hoque Khan School and College): মাতুয়াইল, ডেমরা, ঢাকা। ২. ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (Dr. Mahbubur Rahman Molla College): মাতুয়াইল, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা।
আরও পড়ুন:
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা (Instructions for Candidates)
প্রবেশপত্র (Admit Card): লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রটিই (MCQ Admit Card) লিখিত পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে।
উপস্থিতি: পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত (Report to Center) হতে হবে।
নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, ক্যালকুলেটর (Calculator), ডিজিটাল ঘড়ি, ক্রেডিট কার্ড বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ।
বিশেষ নিয়ম: পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান (Visible Ears) রাখতে হবে।
লিখিত পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাস (Marks Distribution & Syllabus)
সাধারণত ব্যাংকের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের (200 Marks) হয়ে থাকে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য মান বণ্টনটি হলো:
১. ফোকাস রাইটিং - ইংরেজি (Focus Writing - English): ৩৫ নম্বর (৩-৪ পৃষ্ঠার বিশ্লেষণমূলক লেখা)।
২. ফোকাস রাইটিং - বাংলা (Focus Writing - Bangla): ৩৫ নম্বর (সামাজিক বা অর্থনৈতিক ইস্যুভিত্তিক)।
৩. গণিত (Mathematics): ৩০ নম্বর (৫টি প্রশ্ন, প্রতিটিতে ৬ নম্বর; সাধারণত মাধ্যমিক পর্যায়ের গণিত)।
৪. সাধারণ জ্ঞান (General Knowledge): ৩০ নম্বর (১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটিতে ২ নম্বর; সাম্প্রতিক ঘটনাবলি)।
৫. ইংরেজি কম্প্রেহেনশন (English Comprehension): ৩০ নম্বর (প্যাসেজ থেকে ৫-৬টি প্রশ্নের উত্তর)।
৬. অনুবাদ (Translation): ১০-২০ নম্বর (ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি)।
৭. আর্গুমেন্টেটিভ রাইটিং (Argumentative Writing): কোনো কোনো ক্ষেত্রে ২০ নম্বরের আর্গুমেন্ট রাইটিং থাকতে পারে।
আরও পড়ুন:





