স্থগিত হওয়া ১১ ব্যাংকের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

৯ ব্যাংক সিনিয়র অফিসার পরীক্ষার নতুন সূচী
৯ ব্যাংক সিনিয়র অফিসার পরীক্ষার নতুন সূচী | ছবি: এখন টিভি
0

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার (Senior Officer General) পদের স্থগিত হওয়া লিখিত পরীক্ষার নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় ও পদের বিস্তারিত (Exam Date and Vacancy Details)

৯ম গ্রেডের এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৫৫৪টি শূন্য পদে (1554 Vacancies) নিয়োগ দেওয়া হবে। ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১৫,০০৩ জন প্রার্থী (15,003 Qualified Candidates) এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

  • পরীক্ষার নতুন তারিখ: ২৪ ডিসেম্বর ২০২৫ (বুধবার)।
  • পরীক্ষার সময়: বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
  • পরীক্ষার ধরন: লিখিত পরীক্ষা (Written Test)।

আরও পড়ুন:

পরীক্ষা কেন্দ্রসমূহ (Exam Centers)

রাজধানীর নির্দিষ্ট দুটি কেন্দ্রে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে: ১. শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ (Shamsul Hoque Khan School and College): মাতুয়াইল, ডেমরা, ঢাকা। ২. ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (Dr. Mahbubur Rahman Molla College): মাতুয়াইল, ডেমরা রোড, যাত্রাবাড়ী, ঢাকা।

আরও পড়ুন:

পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা (Instructions for Candidates)

প্রবেশপত্র (Admit Card): লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র দেওয়া হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্রটিই (MCQ Admit Card) লিখিত পরীক্ষার জন্য ব্যবহার করতে হবে।

উপস্থিতি: পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত (Report to Center) হতে হবে।

নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, ক্যালকুলেটর (Calculator), ডিজিটাল ঘড়ি, ক্রেডিট কার্ড বা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ।

বিশেষ নিয়ম: পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান (Visible Ears) রাখতে হবে।

লিখিত পরীক্ষার নম্বর বণ্টন ও সিলেবাস (Marks Distribution & Syllabus)

সাধারণত ব্যাংকের সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের (200 Marks) হয়ে থাকে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য মান বণ্টনটি হলো:

১. ফোকাস রাইটিং - ইংরেজি (Focus Writing - English): ৩৫ নম্বর (৩-৪ পৃষ্ঠার বিশ্লেষণমূলক লেখা)।

২. ফোকাস রাইটিং - বাংলা (Focus Writing - Bangla): ৩৫ নম্বর (সামাজিক বা অর্থনৈতিক ইস্যুভিত্তিক)।

৩. গণিত (Mathematics): ৩০ নম্বর (৫টি প্রশ্ন, প্রতিটিতে ৬ নম্বর; সাধারণত মাধ্যমিক পর্যায়ের গণিত)।

৪. সাধারণ জ্ঞান (General Knowledge): ৩০ নম্বর (১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটিতে ২ নম্বর; সাম্প্রতিক ঘটনাবলি)।

৫. ইংরেজি কম্প্রেহেনশন (English Comprehension): ৩০ নম্বর (প্যাসেজ থেকে ৫-৬টি প্রশ্নের উত্তর)।

৬. অনুবাদ (Translation): ১০-২০ নম্বর (ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি)।

৭. আর্গুমেন্টেটিভ রাইটিং (Argumentative Writing): কোনো কোনো ক্ষেত্রে ২০ নম্বরের আর্গুমেন্ট রাইটিং থাকতে পারে।

আরও পড়ুন:


এসআর