ব্যাংক খাতের অস্থিরতা কাটলেও অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে: ড. আহসান এইচ মনসুর

ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে গভর্নরসহ অন্যান্যরা
ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে গভর্নরসহ অন্যান্যরা | ছবি: এখন টিভি
0

ব্যাংক খাতের অস্থিরতা কাটছে, তবে অর্থনীতি ঘুরে দাঁড়াতে একটু সময় লাগবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও এ পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশ প্রোগ্রেজ (অগ্রগতি) রিপোর্ট ২০২৫ শীর্ষক ইউনিসেফ আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অনেকে নানা দিক থেকে সরকারের ওপর দায় চাপাচ্ছেন, কিন্তু সমস্যা সমাধানে সরকার আন্তরিক, অনেকে অহেতুক সরকারকে নিয়ে মন্তব্য করেছেন। এটা কাম্য নয়। আর এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, ন্যায়সঙ্গত ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে সরকার। রোডম্যাপ বাস্তবায়নেও সরকার বদ্ধপরিকর।

মানুষ, সমৃদ্ধি, শান্তি ও অংশীদারিত্ব স্তম্ভের উপর ভিত্তি দিয়ে দারিদ্র্য বিলোপ, ক্ষুধা মুক্তি, শিক্ষা, লিঙ্গ সমতা, বিশুদ্ধ পানি, জলবায়ু পরিবর্তন কার্যক্রমসহ ১৭টি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিতে চায় জাতিসংঘ।

যার মধ্যে বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি এবং ডিজিটাল ক্ষেত্রে উন্নতি করলেও সম্প্রতি বিনিয়োগ খড়া, রপ্তানির মন্থর গতি, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাসহ অন্য আরও কিছু খাতে এসডিজি অর্জনে বাংলাদেশের অগ্রগতি মিশ্র। যেখানে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে পাকিস্তান,ভারতকে পেছনে ফেলে উন্নয়ন অভীষ্ট এসডিজি অর্জনে বিশ্বের ১৬৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৯।

এমন বাস্তবিক প্রেক্ষাপটে সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও এ পরিকল্পনা কমিশনের এনইসি কনফারেন্স রুমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বাংলাদেশ প্রোগ্রেজ(অগ্রগতি) রিপোর্ট ২০২৫ শীর্ষক ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে বক্তারা পোশাক শিল্প,সিরামিক,ফার্মেসী,জিডিপি প্রবৃদ্ধি,কর্মসংস্থান,ট্যাক্স,ব্যাংক খাত,রেমিট্যান্স,কৃষিকাজ,বাজেট নিয়ে আলোচনায় স্ব স্ব বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারে অংশ নিয়ে প্রধান উপদেষ্টার এসডিজি-বিষয়ক মুখ্য লামিয়া মোরশেদ বলেন,ন্যায়সঙ্গত ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কাজ করছে সরকার। রোডম্যাপ বাস্তবায়নেও সরকার বদ্ধপরিকর।

অপরদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, কর্মসংস্থান তৈরি, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চট্টগ্রাম বন্দর ঢেলে সাজাতে কাজ করছে সরকার এবং এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার মনোযোগী। জানান, চট্টগ্রাম বন্দর বিষয়ে পোশাক শিল্পের মালিকরা অসহযোগিতা করছেন, মৌন সমর্থন দিচ্ছে না।

এই একই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, অর্থনীতিকে ভালো সূচকে টেনে তুলতে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে, বেশ কিছু বাস্তবায়ন ও করেছে। মন্দা কাটাতে সকলের সহযোগিতার কথা এসময় উল্লেখ করেন তিনি।

সার্বিক অর্থনীতির দিক বিবেচনায় নিয়ে দেশে বিনিয়োগ, শিল্প প্রতিষ্ঠা, কর্মসংস্থান তৈরি, রপ্তানির বহুমুখী বাজার সম্প্রসারণের ওপর এসময় গুরুত্বারোপ করেন তিনি।

এএইচ