অর্থনীতি
0

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে ১২টি প্রস্তাব অনুমোদন

বৈঠকে দেশের ১৪,২৫০টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহের জন্য ১৪৯.৯৯ কোটি টাকা ওষুধ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

১৬৬ কোটি টাকায় কেনা হচ্ছে ৫০ হাজার মেট্রিক টন গম। ডিএপি সার কেনা হবে ৪০ হাজার টন। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেয়া হয়েছে।

অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ক্রয় সংক্রান্ত ১২টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। পরে এ বিষয়ে ব্রিফিং করেন অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, ‘সৌদি আরব ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন স্বাক্ষরিত চুক্তির আওতায় সার কেনা হচ্ছে ২৫৩.৪৪ কোটি টাকায়।’

বৈঠকে দেশের ১৪,২৫০টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সরবরাহের জন্য ১৪৯.৯৯ কোটি টাকা ওষুধ ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) কর্তৃক বাস্তবায়নাধীন' 'চট্টগ্রাম সিটি আউটার রিং রোড ৯ (৪র্থ সংশোধিত)' শীর্ষক প্রকল্পের ৪১১.২২ কোটি টাকার প্রস্তাব পাস হয়েছে।

এছাড়া “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন” প্রকল্পের ১৮৯.৯৭ কোটি টাকার প্রস্তাবও পাস হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

"বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধনী-২০২১)”-এর আওতায় কক্সবাজার জেলার মহেশখালীতে ৬০০ এমএমসিএফডি রি-গ্যাসিফিকেশন ক্ষমতাসম্পন্ন প্রস্তাবিত প্রকল্প পাস হয়েছে। সামিট গ্রুপ এই কাজ করবে।

২০২৩-২০২৪ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড শিল্প মন্ত্রণালয় (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ১৪তম লটে ১২২.৫৫ কোটি টাকায় ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার এবং ৬২.২২ কোটি টাকায় ১০ হাজার মেট্রিক টন (৫%) ফসফরিক এসিড আমদানির প্রস্তাবও অনুমোদন দেয়া হয়েছে।

আসু

এই সম্পর্কিত অন্যান্য খবর