বই কেনার পাশাপাশি সিসিমপুরের সাথে আনন্দে মেতে উঠতে বাবা-মায়ের সাথে শিশু শাফিন বইমেলায় এসেছে। তার মতো অনেক শিশু সিসিমপুরের গাড়িতে চড়তে আসে।
শাফিন বলে, ‘আমি সিসিমপুর অনেক পছন্দ করি। হালুম আর টুকটুকিকে ভালো লাগে। আমরা অনেক বই কিনবো।’
শিশুদের এই আনন্দের সঙ্গী তাদের বাবা-মা। কারণ অন্যসব কার্টুনের চেয়ে সিসিমপুর ব্যতিক্রম। তাই তো বাবা-মা নিজ আগ্রহ থেকে বইমেলার শিশুপ্রহরে নিয়ে আসেন এবং শিশুদের পছন্দের বই কিনে দেন।
অভিভাবকরা বলেন, ‘সম্প্রতি বাচ্চারা কার্টুনে অনেক বেশি আসক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে সিসিমপুর অবশ্যই শিক্ষামূলক বার্তা প্রচার করে। সিসিমপুর শিশুদের মানসিক বিকাশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
সিসিমপুরের হালুম-টুকটুকি আসার আগে ছোটখাটো একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। যেখানে শিশুদের অংশগ্রহণে শিশুচত্বর মুখরিত হয়ে ওঠে। এরপর আসে প্রত্যাশিত সময়, ‘চলছে গাড়ি সিসিমপুরে’ বেজে উঠে সেই চেনা গান। পড়ার, খেলার নতুন সুরে শিশুরা মেতে উঠে শিকু, ইকরি, হালুমও টুকটুকির সাথে।
শিশুরা জানায়, সিসিমপুর তাদের অনেক ভালো লাগে। তারা সিসিমপুরের বই কিনেছে। টুকটুকি আর হালুমকে তাদের অনেক পছন্দ, কারণ হালুম মাছ খায়।
ফেব্রুয়ারিজুড়ে প্রতি শুক্র ও শনিবার ছাড়াও ২১শে ফেব্রুয়ারিতে এই আনন্দমেলা উপভোগের সুযোগ রয়েছে।