একনজরে: নির্বাচনের সাধারণ ছুটি ও বিশেষ নির্দেশনা
তারিখ বার ছুটির ধরণ কাদের জন্য প্রযোজ্য ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি কেবল শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য। ১১ ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি "সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।" ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনী ছুটি নির্বাচনের দিন (সারা দেশে সাধারণ ছুটি) মোট ছুটি --- টানা ৩ দিন শিল্পাঞ্চল ও কলকারখানার শ্রমিকদের জন্য।
আরও পড়ুন:
মন্ত্রিসভায় ছুটির অনুমোদন (Cabinet Approval for Holidays)
প্রেস সচিব জানান, আজ অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে (Cabinet Meeting) এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত নির্বাচনের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ছুটি থাকে, যা আগেই জানানো হয়েছিল। তবে ভোটারদের যাতায়াত ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে ১১ ফেব্রুয়ারিকেও সাধারণ ছুটির অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিল্পাঞ্চল ও শ্রমিকদের জন্য বিশেষ ছুটি (Holiday for Industrial Workers)
শফিকুল আলম আরও জানান, কেবল ১১ ও ১২ ফেব্রুয়ারি নয়, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি থেকেই ছুটি শুরু হবে। তিনি বলেন, “আজকের কেবিনেট বৈঠকে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে ছুটি (Holiday in Industrial Areas) অনুমোদন করা হয়েছে। এর ফলে পোশাক খাতসহ বিভিন্ন কারখানার শ্রমিক ও কর্মচারীরা (Workers and Employees) টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট (Referendum) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটাররা যাতে নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ভোট প্রদান করতে পারেন, সেজন্যই সরকার ছুটির এই পরিধি বাড়িয়েছে।
আরও পড়ুন:
নির্বাচনের সাধারণ ও বিশেষ ছুটির তালিকা, কার কত দিন ছুটি
প্রেস সচিবের ঘোষণা অনুযায়ী, এই ছুটিগুলো নির্দিষ্ট কিছু ক্ষেত্র ও জনমানুষের জন্য কার্যকর হবে। নিচে কারা এই ছুটির আওতায় থাকবেন তা সহজভাবে দেওয়া হলো:
প্রতিষ্ঠানের ধরণ
ছুটির তারিখ
মোট ছুটি
সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস
১১ ও ১২ ফেব্রুয়ারি
০২ দিন
শিল্পাঞ্চল (গার্মেন্টস ও কারখানা)
১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি
০৩ দিন
শিক্ষা প্রতিষ্ঠান
১১ ও ১২ ফেব্রুয়ারি
০২ দিন
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
১১ ও ১২ ফেব্রুয়ারি
০২ দিন
কারা এই ছুটির আওতায় থাকবেন (Eligibility for Holidays)
১. সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান (Government & Autonomous Offices): দেশের সকল সরকারি অফিস, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটির আওতায় থাকবেন।
২. শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারী (Industrial Workers): পোশাক শিল্প (Garments) এবং অন্যান্য শিল্পাঞ্চলের শ্রমিকরা বিশেষ বিবেচনায় ১০ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন ছুটির আওতায় থাকবেন।
৩. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (Banks & Financial Institutions): সাধারণ ছুটির কারণে দেশের সকল ব্যাংক, বীমা এবং শেয়ার বাজার ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। তবে অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা চালু থাকবে।
৪. শিক্ষা প্রতিষ্ঠান (Educational Institutions): সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। এছাড়া অনেক প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র হওয়ার কারণে আগেই ছুটি শুরু হতে পারে।
৫. বেসরকারি অফিস (Private Companies): দেশের সকল বেসরকারি প্রতিষ্ঠান ও মাল্টিন্যাশনাল কোম্পানি সাধারণ ছুটির আওতাভুক্ত থাকবে। ভোটারদের ভোট প্রদানের সুযোগ দিতে এই নির্দেশনা কার্যকর হবে।




