সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর: ফেব্রুয়ারি শুরুতেই মিলতে পারে টানা ৪ দিনের ছুটি!
তারিখ দিন ছুটির কারণ ০৪ ফেব্রুয়ারি বুধবার পবিত্র শবেবরাত (চাঁদ সাপেক্ষে) ০৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ঐচ্ছিক/ব্যক্তিগত ছুটি (ম্যানেজ করতে হবে) ০৬ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি ০৭ ফেব্রুয়ারি শনিবার সাপ্তাহিক ছুটি
আরও পড়ুন:
ছুটির অংক যেভাবে মিলবে (Holiday Calculation)
সরকারি ছুটির ক্যালেন্ডার ২০২৬ (Government Holiday Calendar 2026) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি, বুধবার পবিত্র শবেবরাত (Shab-e-Barat) পালিত হওয়ার কথা রয়েছে। সাধারণত শবেবরাতের পরের দিন বাংলাদেশে সরকারি ছুটি (Public Holiday) থাকে। যদিও এই ছুটি সম্পূর্ণভাবে চাঁদ দেখার (Moon Sighting) ওপর নির্ভরশীল, তবে নির্ধারিত তারিখ অনুযায়ী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে ছুটি (Holiday by Executive Order) থাকবে।
চার দিনের ছুটি কীভাবে হবে? হিসাবটি খুবই সহজ:
- ৪ ফেব্রুয়ারি (বুধবার): শবেবরাতের নির্ধারিত সরকারি ছুটি।
- ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): এই একদিন যদি কেউ ব্যক্তিগত ছুটি (Casual Leave) বা ঐচ্ছিক ছুটি নিতে পারেন।
- ৬ ফেব্রুয়ারি (শুক্রবার): সাপ্তাহিক ছুটি (Weekly Holiday)।
- ৭ ফেব্রুয়ারি (শনিবার): সাপ্তাহিক ছুটি।
অর্থাৎ, মাঝখানের বৃহস্পতিবারের ছুটিটুকু ম্যানেজ করতে পারলেই বুধ থেকে শনিবার পর্যন্ত টানা ৪ দিন অফিস থেকে দূরে থাকার সুযোগ পাচ্ছেন সরকারি কর্মীরা।
আরও পড়ুন:
চাঁদ দেখার ওপর নির্ভরতা (Subject to Moon Sighting)
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছুটির তালিকায় শবেবরাতের ছুটিটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। যদি চাঁদ দেখার কারণে তারিখ পরিবর্তন হয়, তবে ছুটির হিসাবটিও কিছুটা এদিক-ওদিক হতে পারে। তবে বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী ৪ ফেব্রুয়ারিকেই ভিত্তি ধরা হচ্ছে।
দীর্ঘ এই ছুটির সুযোগ কাজে লাগিয়ে অনেকেই ইতোমধ্যে সপরিবারে ভ্রমণের (Family Travel Plan) প্রস্তুতি নিতে শুরু করেছেন। বিশেষ করে যারা ঢাকার বাইরে গ্রামের বাড়িতে যেতে চান, তাদের জন্য এই ৪ দিন হবে এক দারুণ স্বস্তির সময়।
আরও পড়ুন:





