খোকন দাস হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৩ আসামিকে দুই দিনের রিমান্ড

খোকন চন্দ্র দাস
খোকন চন্দ্র দাস | ছবি: সংগৃহীত
1

শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল (রোববার, ৪ জানুয়ারি) রাতে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ (সোমবার, ৫ জানুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন মল্লিক আদালতে গ্রেপ্তার হওয়া সোহাগ খান, রাব্বি মোল্যা ও পলাশ সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির প্রত্যেকের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, রোববার রাতে গ্রেপ্তার তিন আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার রিমান্ডের আদেশ দেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডামুড্যা থানায় নেয়া হয়।

আরো পড়ুন:

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, ‘আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। আজ ও আগামীকাল তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে তাদের আবার আদালতে পাঠানো হবে।’

উল্লেখ্য, ডামুড্যা উপজেলার তিলই এলাকায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত তদন্ত শেষে মামলার অভিযোগপত্র দাখিল ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

এসএস