রাজধানীতে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে তিনটি বিদেশি পিস্তল, ষাট রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সংবাদ সম্মেলন করে ডিবি জানায়, কদমতলী থানার শ‍্যামপুর এলাকায় ভাঙারি বাড়ির দক্ষিণ পাশে মাদকের সিন্ডিকেট গড়ে তোলে এ চক্র। খবর পেয়েই গোয়েন্দা তৎপরতা বাড়ায় ডিবি।

আরও পড়ুন:

প্রথমে অভিযান চালিয়ে মাদকচক্রের মূল ৩ হোতা জাহাঙ্গীর আলম, টিটু ও শামীমকে গ্রেপ্তার করে ডিবি। এসময় তাদের কাছ থেকে ষাট রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল জব্দ করা হয়। নির্বাচন সামনে রেখে এ অস্ত্র গুলো ভাড়া দেয়া হয়েছে কি না তা ডিবি ক্ষতিয়ে দেখছে বলেও জানানো হয়েছে।

এএইচ