আইটি ব্যবসার আড়ালে মাদক বিক্রি; ১৮ কেজি সিসাসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারের প্রতীকী ছবি
গ্রেপ্তারের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

আইটি ব্যবসার আড়ালে পরিচালিত মাদক ব্যবসার মূলহোতাসহ ২ জনকে ১৮ কেজি সিসাসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সংবাদ সম্মেলন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মহাপরিচালক জানায়, দীর্ঘদিন পর্যন্ত এ চক্র সিসা কারবার করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টানা অভিযানের পর রাজধানীর সিসাবার গুলো বন্ধ হওয়ায় অনলাইন নির্ভর হয়ে পড়ে এ ব্যবসা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দার একটি দল ক্রেতা সেজে যোগাযোগ করে এই ব্যবসায়ীদের সঙ্গে। পরে তারা মাদক ডেলিভারি করতে আসলে প্রথমে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে ১৮ কেজি সিসা, সিসা তৈরির সরঞ্জাম ও বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা জব্দ করা হয়েছে।

এছাড়া রাজধানীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ ডাক্তার ও ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এএইচ