ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা থেকে ১৩০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ১ নভেম্বর) সকালে উপজেলার আলমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল আলীম (৩১) ও সাকিব (২২)। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ‘সকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমনগর এলাকায় তল্লাশি অভিযান চালায় আশুগঞ্জ থানা পুলিশের একটি দল। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১৩০ কেজি গাঁজা জব্দ করা হয়।