ওসমান হাদির অপারেশন সফল হওয়ার জন্য জামায়াতের দোয়ার আহ্বান

শরীফ ওসমান হাদি, জামায়াতে ইসলামীর লোগো
শরীফ ওসমান হাদি, জামায়াতে ইসলামীর লোগো | ছবি: এখন টিভি
0

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অপারেশন সফল ও তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত শরীফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় অপারেশনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমি ওসমান হাদির অপারেশন সফল হওয়ার এবং তার দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি। পাশাপাশি মহান রবের নিকট তার অপারেশন সফল ও দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করার জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীসহ দল-মত-নির্বিশেষে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

এসএস