আর্জেন্টিনায় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী কর্মীদের ধর্মঘট, ব্যাহত ফ্লাইট চলাচল

ধর্মঘটে ব্যাহত ফ্লাইট চলাচল
ধর্মঘটে ব্যাহত ফ্লাইট চলাচল | ছবি: রয়টার্স
0

বিমান পরিবহন নিয়ন্ত্রণকারী কর্মীদের ধর্মঘটের কারণে আর্জেন্টিনার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। রাজধানী বুয়েনস এইরেসের জর্জ নিউবেরি বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়।

বিমানবন্দরের টার্মাকে দাঁড়িয়ে আছে বিমানগুলো। যদিও কর্তৃপক্ষের দাবি, এতে আন্তর্জাতিক ফ্লাইটগুলো প্রভাবিত হয়নি। বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিক আছে। প্রতি ডিসেম্বরই শ্রমিকদের ধর্মঘটের কারণে অভ্যন্তরীণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। দেশটির জাতীয় বিমান চলাচল সংস্থার বিরুদ্ধে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে বিক্ষোভ করে আসছে সংস্থার শ্রমিক ইউনিয়ন।

আরও পড়ুন:

যদিও কর্তৃপক্ষের অভিযোগ, বছরের শেষের ছুটির মৌসুমকে কাজে লাগিয়ে আন্দোলন করছে কর্মীরা। এটিকে অগ্রহণযোগ্য প্রচেষ্টা উল্লেখ করে তাদের দাবি প্রত্যাখ্যান করেছে বিমান সংস্থাটি।

ইএ