‘বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার গোটা বিশ্বে সর্বোচ্চ’

ইকোনমিক রিপোর্টার্স ফোরাম
ইকোনমিক রিপোর্টার্স ফোরাম | ছবি: সংগৃহীত
0

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও প্রভাবশালী গবেষণা সংস্থার তথ্য বলছে, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার গোটা বিশ্বে সর্বোচ্চ। এমনকি গত কয়েক বছর যুদ্ধবিধ্বস্ত, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দায় থাকা দেশগুলোর খেলাপি ঋণের হারও বাংলাদেশের তুলনায় অনেক কম। তথ্য-উপাত্ত বলছে, দেশের ব্যাংক খাতের এমন নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজনৈতিক প্রভাবেই৷

আজ (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর) দুপুরে ব্যাংকিং খাতের সংস্কার: চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। সেমিনারে ব্যাংকারদের কণ্ঠেও উঠে আসে ব্যাংক লুটপাটে তাদের অসহায়ত্বের কথা।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা দিয়ে বাণিজ্যিক ব্যাংক লাভজনক করা সম্ভব না বলেও মন্তব্য করেন তিনি। এজন্য ব্যাক্তিখাতের ব্যাংকারদের কাজে লাগানোর পরামর্শ তার।’

আরও পড়ুন:

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘শুধু কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বাস্তবায়ন করলেই হবে না, নেতৃত্ব নির্বাচনকেও স্বাধীন রাখতে হবে।’ আইএমএফের ঋণ ছাড়াই রিজার্ভ বাড়ার আশা করছেন গভর্নর।

এসময় সম্মিলিত ব্যাংক এক বছরের মধ্যেই স্বাভাবিক লেনদেনে যেতে পারবে বলে আশা গভর্নর আহসান এইচ মনসুরের।

আমানতকারীদের সহযোগিতার কারণেই ব্যাংক খাত ঘুরে দাঁড়াচ্ছে বলে মত গভর্নরের।

সেজু