নরসিংদীতে দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ৮

দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদ
দেশি-বিদেশি অস্ত্র-গোলাবারুদ | ছবি: এখন টিভি
3

নরসিংদীর রায়পুরায় র‍্যাব-১১ এর একটি বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শুক্রবার, ৩১ অক্টোবর) দিবাগত রাতে এ অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তাররা হলেন— মো. বাচ্চু মিয়া, মো. মোস্তফা মিয়া, মো. শফিকুল ইসলাম, মো. আইনুল হক, মো. জাহিদ, মহিউদ্দিন হৃদয়, মোহাম্মদ কালু মিয়া, মোহাম্মদ বাসেত।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু দেশি ও বিদেশি অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এ কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা বিভিন্ন গ্রুপকে অস্ত্র সরবরাহ ও বিক্রিও করতো।

এ বিষয়ে আজ (শনিবার, ১ নভেম্বর) দুপুরে ঢাকায় র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ব্যাটালিয়ন অধিনায়ক।

এসএস