নারায়ণগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে আটক ৫

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করা হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে আটক করা হয়েছে | ছবি: এখন টিভি
3

গভীর রাতে নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় ৫ জনকে আটক করা হয়েছে। গতকাল (শুক্রবার, ৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং ৫ জনকে আটক করে পুলিশের কাছে দেন।

খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের এসআই নন্দন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে আটকদের হেফাজতে নেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি ও একটি পিকআপ ভ্যান জব্দ করে।

আরও পড়ুন:

আটকরা হলেন— ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০),  মো. অনিক আহমেদ অনিন (২১), মো. আবির (১৫)।

এ বিষয়ে ফতুল্লা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানায়, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পরে তাদের থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ