চট্টগ্রামে হাত–পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) মধ্যরাতে চট্টগ্রামের বন্দর থানাধীন আনন্দবাজার সংলগ্ন আউটার রিং রোডের পাশের সাগর তীরের কাশবনের ভেতর থেকে শামীম মকসুদ খান নামের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন।
পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ শামীমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
পুলিশ জানায়, তার দুই হাত পায়ের রগ কাটা ছিল। দুপুরে চাকরির ইন্টারভিউয়ের কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। বাসায় রেখে গিয়েছিলেন মুঠোফোন।
তবে কী কারণে কারা খুন করেছে, নাকি আত্মহত্যা, তা বলতে পারছেন না নিহত শিক্ষার্থীর পরিবার ও পুলিশ। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ছিনতাই বা আত্মহত্যাসহ অন্যান্য সম্ভাব্য বিষয় নিয়েই তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।





