গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) দিবাগত রাত ১২টায় উপজেলার একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত আরমান উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শাহীন চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে বেগমগঞ্জের একলাশপুর থেকে নিজ বাড়ি হাজীপুর যাওয়ার পথে ৪/৫ জন দুর্বৃত্ত তার পথ আটকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানকার কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
স্থানীয় একাধিক সূত্র জানায়, আরমান হোসেন বিজয় নিজেই একটি সন্ত্রাসী গ্রুপের নেতৃত্ব দিতেন। দীর্ঘদিন যাবৎ এলাকায় বিভিন্ন জনকে জিম্মি করে চাঁদা আদায়, সড়ক মহাসড়কে চুরি ছিনতাইয়ের কাজে জড়িত ছিলেন তিনি।
আরও জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার প্রতিপক্ষের লোকেরাই তাকে হত্যা করে থাকতে পারে। কিন্তু, নিরাপত্তার ভয়ে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানান, গতরাতে বেগমগঞ্জে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। যাকে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধের ৪টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ অপরাধীদের শনাক্ত করতে কাজ চালিয়ে যাচ্ছে।





