সাবেক দুই এমপি ফয়জুর রহমান ও নুসরাত বুবলী গ্রেপ্তার

ফয়জুর রহমান, তামান্না নুসরাত বুবলী
ফয়জুর রহমান, তামান্না নুসরাত বুবলী | ছবি: সংগৃহীত
1

সন্ত্রাস দমন আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল ও অন্যজন সংরক্ষিত সাবেক নারী এমপি তামান্না নুসরাত বুবলী।

গতকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

ঢাকা মহানগর পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোথায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে ডিবি থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসএস