মোহাম্মদপুরে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: গ্রেপ্তার ৪

গ্রেপ্তারকৃত চারজন
গ্রেপ্তারকৃত চারজন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতেই মামলা দায়ের করেন ভুক্তভোগী। যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশেই তারা ক্লিনিকের মালিক আফরুজা শিল্পীর সঙ্গে যোগাযোগ করেন।

নিজেকে সাবেক সমন্বয়ক ও এনসিপি নেতা পরিচয় দেন আবদুর রহমান মানিক নামে এক ব্যক্তি।

গতকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) রাতে ‎রাজধানীর মোহাম্মদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজির সময় মানিক, রাব্বিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় রাতেই একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। সেখানে উল্লেখ করা হয় হয়, সেইফ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক আফরুজা শিল্পীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন এবং দুই ধাপে দুই লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়।

আরও পড়ুন:

ভুক্তভোগী আফরুজা শিল্পী বলেন, ‘তাহলে আমি কীভাবে ব্যবসা করবো? এ সরকারের কাছে আমাদের জোর অনুরোধ, আমরা যারা ব্যবসা করি তারা যেন এরকম ভয়ঙ্করের মধ্যে না থাকে। আগে নিয়েছে এক লাখ ২০ হাজার টাকা আমার ছেলের ওখান থেকে। আজকে নিয়েছে এক লাখ টাকা। ওনারা এনসিপি পরিচয় নিয়েছে। আমাদের কাছে রেকর্ড আছে।’

যদিও অভিযুক্তদের দাবি চাঁদা নয়, সমস্যা সমাধানের উদ্দেশেই তারা আফরুজা শিল্পীর সঙ্গে যোগাযোগ করেন।

এবিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি বক্তব্য দিতে রাজি হননি।

এসএস