সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদের ছেলে শাহেদ গ্রেপ্তার

শাহেদ আহমেদ মজুমদার গ্রেপ্তার
শাহেদ আহমেদ মজুমদার গ্রেপ্তার | ছবি: সংগৃহীত
1

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শনিবার, ২৭ সেপ্টেম্বর) গুলশান শুটিং ক্লাব এলাকা থেকে রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। পরে তাকে গুলশান থানায় নিয়ে আসা হয়।

আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থের যোগানদাতা হিসেবে শাহেদ কাজ করতেন বলে জানায় পুলিশ।

তার বিরুদ্ধে হত্যা ও দুর্নীতির আলাদা মামলা রয়েছে বলেও নিশ্চিত করেন পুলিশ।

আরও পড়ুন:

এর আগে গত বছরের ১৯ অক্টোবর দিবাগত রাতে জুলাই-অগাস্টের গণআন্দোলনে হত্যা মামলায় গ্রেপ্তার হন কামাল আহমেদ মজুমদার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি আসামি। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এদিকে ২০২৪ সালের অগাস্টে ক্ষমতার পটপরিবর্তনের পরই কামাল আহমেদ মজুমদারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এসএস