জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে রাস রিসোর্টে নাটকের শ্যুটিংয়ের নামে নিয়ে যাওয়া হয় ওই মডেলকে। তবে ভেতরে ঢুকতেই পরিচালকসহ আরও কয়েকজনের নির্যাতনের শিকার হন তিনি। দফায় দফায় নির্যাতনের স্বীকার হয়ে ফিরে আসতে চাইলে দেয়া হয় হত্যার হুমকি।
আরও পড়ুন:
এক পর্যায়ে রিসোর্টের মালিক পরিচয় দেয়া এক ব্যক্তি ওই নারীর সঙ্গে থাকা মোবাইল রেখে বের করে দেন সেখান থেকে। পরে ভুক্তভোগী শ্রীপুর থানায় মামলা করলে জেলা প্রশাসন অভিযান চালিয়ে রিসোর্টটিকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে। এসময় আটক করা হয় কয়েকজন কর্মচারীকে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, কোনোরকম অনুমতি ছাড়াই রিসোর্টটি পরিচালিত হচ্ছিলো। ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে ধর্ষণের সত্যতা মেলেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।





