মেহেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৪২ হাজার টাকা জরিমানা

এখন জনপদে
অপরাধ ও আদালত
0

মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি গার্মেন্টস ও প্রসাধনীর দোকানে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ (বুধবার, ১৯ মার্চ) দুপুরে মেহেরপুর শহরের বড় বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহরের বড়বাজারের রাজা স্টোরে ১৫ হাজার টাকা, ইলিয়াস স্টোরে ৭ হাজার টাকা, নিউ কেয়া স্টোরে ১৫ হাজার টাকা এবং মেসার্স কেয়া স্টোরে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক তামিম ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ এবং ৫১ ধারায় তাদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

এএইচ