অভিযান সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন–২০১৩ অনুযায়ী ইটভাটা পরিচালনায় প্রয়োজনীয় অনুমোদন, লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে এসব ভাটায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেছেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
আরও পড়ুন:
তিনি জানান, অধিদপ্তরের ছাড়পত্র না থাকাই এবং ভাটা পরিচালনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে গাংনী উপজেলার ইটভাটা গুলোতে অভিযান পরিচালিত হচ্ছে। যে সমস্ত ভাটার পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র নেই। আবার বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বিরুদ্ধে সে সকল ভাটা উচ্ছেদ করা হবে।
এসময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর টিপু সুলতান, জেলা প্রশাসনের প্রতিনিধি এবং যৌথ বাহিনীর একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।





