নির্বাচনি আচরণবিধি ভঙ্গ: প্রথমবারের মতো চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে জরিমানা

ইনসেটে বিএনপি প্রার্থী ও তার মোটর শোভাযাত্রা
ইনসেটে বিএনপি প্রার্থী ও তার মোটর শোভাযাত্রা | ছবি: এখন টিভি
1

নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে সারাদেশে প্রথমবারের মতো চট্টগ্রামে বিএনপির এক প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (শনিবার, ১৩ ডিসেম্বর) বিমানবন্দর থেকে মোটরবাইক শোভাযাত্রা নিয়ে তিনি নিজ এলাকায় যান। এ প্রেক্ষিতেই তাকে জরিমানা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা বামিনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এটিই প্রথম কোনো প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সব ধরণের প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও, তিনি তা মানেন নি। শহর থেকে উপজেলা পর্যন্ত দীর্ঘ শোভাযাত্রা করেছেন। তাই দুই উপজেলার মধ্যে সাতকানিয়ার ম্যাজিস্ট্রেট শোকজ নোটিশ ও লোহাগাড়ার ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।

এএইচ