জানা যায়, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা বামিনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এটিই প্রথম কোনো প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সব ধরণের প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা থাকলেও, তিনি তা মানেন নি। শহর থেকে উপজেলা পর্যন্ত দীর্ঘ শোভাযাত্রা করেছেন। তাই দুই উপজেলার মধ্যে সাতকানিয়ার ম্যাজিস্ট্রেট শোকজ নোটিশ ও লোহাগাড়ার ম্যাজিস্ট্রেট ৫০ হাজার টাকা জরিমানা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ ধারার বিধান অনুযায়ী এ জরিমানা করা হয়েছে।





