মো. সিয়াম-উল-হক বলেন, 'বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় বা নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাত ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি আউট পোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের চাইনিজ ঘাট সমুদ্র সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।'
তিনি বলেন, 'অভিযান চলাকালীন উক্ত এলাকায় দুইটি লাইফ বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল বোট দুইটিকে থামার সংকেত প্রদান করে। বোটে অবস্থানরত মাদক ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোট দুটি চাইনিজ ঘাটে উঠিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বোট দুটি তল্লাশি চালিয়ে ৭১ বোতল ভদকা জব্দ করা হয়।'
তিনি আরও বলেন, 'জব্দকৃত ভদকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করে ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।'—সংবাদ বিজ্ঞপ্তি