এখন জনপদে
অপরাধ ও আদালত
0

টেকনাফে দুই দফায় অপহরণ হওয়া ২৭ জনের মধ্যে ১৮ জনকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফ দুই দফায় অপহরণ হওয়া ২৭ জনের মধ্যে ১৮ জন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনো নিখোঁজ রয়েছেন ৯ জন। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফের বাসিন্দাদের জন্য অপহরণের খবর নতুন কিছু না। তবে, গেলো দুইদিনে ২৭ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

সবশেষ আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) সকালে উপজেলার হোয়াইক্যং থেকে শামলাপুর যাওয়ার পথে দুই অটোরিকশা চালকসহ ৮ জনকে অপহরণ করা হয়। এর আগে সোমবার অপহরণের শিকার হন বনকর্মীসহ ১৯ জন। যাদের প্রত্যেককে ফেরত দেয়ার জন্য এক লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়েছে।

স্থানীয়দের একজন বলেন, ‘এইসব অপহরণের সাথে রোহিঙ্গারা জড়িত রয়েছে। হয়তো আমাদের স্থানীয়রাও কেউ কেউ জড়িত আছেন।’

অপহৃতদের উদ্ধারে স্থানীয় ও বনবিভাগের সহায়তায় অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।

কক্সবাজারের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘উদ্ধার অভিযানের জন্য আজকে র‌্যাবও যোগ দিয়েছে।’

এদিকে, পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের।

অপহৃতদের উদ্ধারে দুইদিন ধরে প্রশাসন অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ইএ