অপরাধ ও আদালত
0

বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

আজ (রোববার, ১৫ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট প্রশাসনের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। নিয়মানুযায়ী, রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।

গত ১৬ অক্টোবর দুর্নীতি অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়।

এদিকে, ১৯ নভেম্বর হাইকোর্টের তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও বিচারপতি জহিরুল ইসলাম স্বেচ্ছায় অবসরে যান। তাদের দুর্নীতির অভিযোগে বিচারিক কাজ থেকে বিরত রাখা হয়েছিল।

ইএ