অপরাধ ও আদালত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমু-কামরুল

জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (বুধবার, ৪ ডিসেম্বর) সকাল ১০টায় তাদের একটি প্রিজনভ্যানে করে নিয়ে আসা হয়।

পরে তাদের উঠানো হয় ট্রাইব্যুনালে। গত সোমবার (২ ডিসেম্বর) প্রসিকিউশনের আবেদন শুনানিতে ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাদের ট্রাইব্যুনালে উঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। আরেকজন হলেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

এ দু’জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা অবস্থায় তারা গ্রেপ্তার হন। সে সময় নিউমার্কেট থানার একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আসামিদের কারাগারে পাঠানো হয়।

এসএস