অপরাধ ও আদালত
0

মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বালু উত্তোলনের সঙ্গে জড়িত ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ (বুধবার, ৩০ অক্টোবর) দুপুরে নবীনগর উপজেলার চরলাপাং এলাকার মেঘনা নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- আলমগীর হোসেন (৫৪), মো. জসিম উদ্দিন (৩৯), মো. খোকন (৪০), আবদুর রহমান(২৬), মো. মোস্তফা (৩৬), মো. জুবায়ের (৩৭), আল আমিন (২৮), কামাল ভূঁইয়া (৫২), হুমায়ুন কবির (৩০), মো. নবীর (২৬) ও ইমাম হোসেন (৩৬)।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মুছা বলেন, 'অবৈধভাবে চরলাপাং এলাকা থেকে বালু উত্তোলনের ঘটনায় ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। এছাড়া ইজারার শর্ত লঙ্ঘন করে বালু উত্তোলন করায় একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।'

এসএস