ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ ১

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের গোলাগুলিতে মো. জালাল (২৩) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নবীনগর উপজেলা সদরের কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জালালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বখাটে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। তবে গোলাগুলির নেতৃত্বে কারা ছিলেন তা এখনও জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় জালাল গুলিবিদ্ধ হন।

পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে এক গ্রুপ আরেক গ্রুপকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এএইচ