দেশে এখন
অপরাধ ও আদালত
0

উত্তরায় যৌথ বাহিনীর অভিযান ঠোঁটকাটা আলতাফ গ্রেপ্তার

রাজধানীতে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। মঙ্গলবার মাঝরাতে উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁটকাটা আলতাফ ও তার কয়েকজন সহযোগীকে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে- ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পতনের পর পর আলতাফের নেতৃত্বেই উত্তরা পূর্ব থানা থেকে লুট হয় বেশ কিছু অস্ত্র।

গেল কয়েকদিন ধরে রাজধানীতে অপরাধীদের বিরুদ্ধে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। ছিনতাইকারী মাদক কারবারিসহ গ্রেপ্তার হয়েছে কিশোর গ্যাংয়ের শতাধিক সদস্য। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মাঝরাতে রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেনকে। ঠোঁটকাটা আলতাফ নামেই যত কুখ্যাতি তার। অভিযান পরিচালনা করে সেনাবাহিনী,র‍্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে- মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে আলতাফ হোসেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উত্তরা পূর্ব থানা থেকে তারই নেতৃত্বে বেশ কিছু অস্ত্র লুট হয়। মাদক ব্যবসা-চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দশটিরও বেশি মামলা রয়েছে।

সিও, ৫ এডি রেজিমেন্ট আর্টিলারির লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় টিম, সাথে র‌্যাব এবং পুলিশের টিম সাথে র‌্যাবের ডগ স্কোয়াড। একটি সম্মিলিত অভিযান পরিচালনা করছি আমরা। আমাদের যে তথ্য রয়েছে সে অনুযায়ী, তিনটি বস্তিতেই আমরা সার্চ অপারেশন করব। তবে আপনারা দেখেছেন আমরা সাসপেক্টেড আসামিকে অ্যারেস্ট করতে পেরেছি। পাশাপাশি কিছু দেশীয় অস্ত্র ও মাদক পাওয়া গিয়েছে।’

অভিযানে আলতাফ হোসেনের কথিত আস্তানা থেকে তার কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

গেল কয়েকদিনে যৌথ বাহিনীর অভিযানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি। রাজধানীকে সন্ত্রাসমুক্ত করতে এই অভিযান চলবে বলেও জানানো হয়।

এএইচ