ভুক্তভোগী জানান, গুলিস্তান সংলগ্ন কাপ্তানবাজার মোড় থেকে একট সামনে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটের বিপরীত পাশে থাকা প্রিন্স হোটেলের সামনে এ ঘটনা ঘটে। অফিসে আসার পথে হঠাৎ ৫-৬ জন সশস্ত্র ছিনতাইকারী তাকে ঘিরে ধরে।
এরপর অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা মোবাইল, স্মার্টওয়াচ, মানিব্যাগ ও সঙ্গে থাকা জাতীয় পরিচয় পত্র, অফিস আইডি কার্ডও ছিনিয়ে নেয়া হয়। এ বিষয়ে ওয়ারি থানায় যোগাযোগ করলে জিডি করার পাশাপাশি তাকে সাহায্যের আশ্বাস দেয়া হয়েছে বলে জানান তিনি।





