অপরাধ ও আদালত
0

ডিমের মূল্যে কারসাজি করায় কারওয়ান বাজারে ব্যবসায়ী ও ক্রেতাকে জরিমানা

ডিমের মূল্যে কারসাজি করায় রাজধানীর কারওয়ান বাজারের এক ব্যবসায়ীকে ১০ হাজার এবং ক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল (মঙ্গলবার, ২৭ আগস্ট) রাতে তেজগাঁও এলাকায় ডিমের আড়তে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সরকারী পরিচালক জব্বার মন্ডল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কয়েকটি আড়তে অভিযান চালান।

এসময় ডিমের খামারি এবং পাইকারী পর্যায়ের দাম তদারকি করেন তারা। একটি আড়তে বিক্রয় রশিদের কারসাজি ধরা পড়ায় ব্যবসায়ী এবং ক্রেতাকে জরিমানার আওতায় আনা হয়।

এছাড়াও কয়েকজন ব্যবসায়ীকে সর্তক করেছে ভোক্তা অধিদপ্তর। অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ানো হলে ভোক্তার অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারী দেন ভোক্তার সহকারী পরিচালক জব্বার মন্ডল।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর