২০২৬ সালের নির্বাচন কি গুন্ডামির, প্রশ্ন জামায়াত প্রার্থী শিশির মনিরের

জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির
জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির | ছবি: এখন টিভি
0

বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ -২ আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ‘আমি বলবো গুণ্ডামির করার সময় কি এখন? গুণ্ডামি করে কি নির্বাচন করা যাবে, ২০২৬ সালের নির্বাচন কি গুণ্ডামির নির্বাচন? এ সালের নির্বাচন ফ্রি ফেয়ার নির্বাচন।’

আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সকালে শিশির মনির মিডিয়া সেলে সরাসরি লাইভে এসে সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আইনজীবী শিশির মনির এসব কথা বলেন।

তিনি বলেন, ‘যারা নির্বাচনি দায়িত্বে আছেন দয়া করে বসে না থেকে মাঠ পর্যায়ে কাজ করুন। ছদ্ম বেশে ভোটারদের কাছে যান, গোয়েন্দাদের দায়িত্ব দিন তাহলেই তো বুঝতে পারবেন কে কাকে ভয়ভীতি দেখাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে ভোটারদের যদি সুরক্ষা না দিতে পারেন তাহলে নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না। কথা স্পষ্ট নির্বাচন করতে চান, নির্বাচন করার মত করবেন।’

আরও পড়ুন:

শিশির মনির বলেন, ‘দলীয় পদে থাকা ব্যক্তিদের প্রিজাইডিং পুলিং অফিসারের দায়িত্ব থেকে বাদ দিয়ে স্বচ্ছ নিরপেক্ষভাবে প্রিজাইডিং পুলিং অফিসারদের তালিকা করবেন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে সেন্টারগুলোর তালিকা করেছেন সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করুন। সেই সঙ্গে যে পুলিশ সদস্যরা ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবে তাদের পকেট ক্যামেরা দিবেন। যাতে কেন্দ্রগুলোতে কে কি করছে তার রের্কড গুলো থাকে। সুতরাং এগুলোই নির্বাচনি পরিবেশ অনেকটা নিশ্চিত করবে।’

তিনি প্রশাসনকে অনুরোধ করে বলেন, ‘নিয়ম-শৃঙ্খলা বেড়াজালে আবদ্ধ হয়ে নির্বাচন নষ্ট করবেন না। সত্যিকার ভাবে নির্বাচন যদি আপনারা পরিচালনা করতে চান তাহলে ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে তিনদিন আগে সেনাবাহিনী মোতায়েন করবেন। পাশাপাশি দিরাই-শাল্লা দুর্গম এলাকায় এ এলাকায় যে ঝুঁকিপূর্ণ কিংবা অতিঝুঁকিপূর্ণ সেন্টার আছে সেখানে নির্বাচনের দুইদিন আগে সেনা মোতায়নে করলে সব জায়গায় চড়িয়ে যাবে যে নির্বাচন সঠিকভাবে করতে আপনারা সর্তক অবস্থানে আছেন।’

এফএস