জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আলোচনা

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ | ছবি: এখন টিভি
0

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তার অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার কথা স্মরণ করেন। তারা জানান, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই বিএনপির রাজনীতির মূল ভিত্তি এবং সেই আদর্শ ধারণ করেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে হবে।

আরও পড়ুন:

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সদস্য নাদিম হাসান মিঠু, অকিল উদ্দিন ভুইয়া, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা এবং মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী ফারহান।

এএম