রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহার করা উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলটির জেলা কমিটির আমির মাওলানা মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক জোনায়েদ হাসান, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বাতেন ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) নাছির উদ্দিন হাজারী রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন বলেন, ‘দলীয় হাইকমান্ডের নির্দেশে জোটের প্রার্থীদের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় তিনটি আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বাকি তিনটি আসনে জামায়াতের প্রার্থীরা নির্বাচন করবেন।’
আরও পড়ুন:
ছেড়ে দেয়া আসনগুলোতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জোটের প্রার্থীদের জন্য কাজ করবেন বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, ‘মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আগামীকাল চূড়ান্ত বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।’





