স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ গুদামে ধোঁয়া দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে ৷ আগুনের তীব্রতা বাড়লে পরে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। এর সঙ্গে যোগ দেয় উপ-সহকারী পরিচালকের ইউনিট৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি বেশ কয়েকটি বড় গুদাম আছে। সেগুলোতে আগুন ছড়িয়ে গেছে।’





