গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বার্সেলোনায় ফিলিস্তিনকে সহায়তার জন্য আয়োজিত চ্যারিটি অনুষ্ঠানে ফিলিস্তিনিয়ান স্কার্ফ বা কেফিয়াহ পরে বক্তব্য রাখেন গার্দিওলা। সেখানে তিনি তুলে ধরেন যুদ্ধের ভয়াবহ চিত্র।
আরও পড়ুন:
গার্দিওলা বলেন, ‘ধ্বংসস্তূপের মাঝে কাঁদতে থাকা শিশুদের মুখ তাকে গভীরভাবে নাড়া দেয়। যারা জানেই না তাদের মায়ের কী হয়েছে।’
তার ভাষায়, পুরো বিশ্ব এ শিশুদের একা ফেলে দিয়েছে। পেপ গার্দিওলার কণ্ঠে উঠে আসে লাখো নিরস্ত্র শিশুর আর্তনাদ।





