ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। গাজীপুর মহানগরীর বাসন থানার মোগরখাল এলাকায় বসবাস করেন তিনি।
পুলিশ জানায়, অনলাইনে নিজের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন হাবিব চৌধুরী। বিজ্ঞাপন দেখে এক যুবক মোটরসাইকেল কেনার কথা বলে তাকে মোগরখাল এলাকার একটি ফাঁকা স্থানে ডেকে নেয়। সেখানে মোটরসাইকেল চালিয়ে দেখার কথা বলে আরও একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ওঠে তারা। এ সময় হাবিব চৌধুরীকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে রক্ষা পান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন:
ভুক্তভোগী এনসিপি নেতা হাবিব চৌধুরী বলেন, ‘আমার বাইকের মূল্যের চেয়ে তারা কিছুটা বেশি বলেছিল দাম। আমি তাদের বাইক দেখাতে গেলে একজন আমার বাইকের কাগজ নেয় আরেকজন চালিয়ে দেখবে বলে কিছুটা দূরে গিয়ে অপরজনকে ডাক দিয়ে আমার দিকে দুটি গুলি নিক্ষেপ করে পালিয়ে যায়।’
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) এস এম শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছেন।’





