সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

জয় উদযাপন করছেন জোকোভিচ
জয় উদযাপন করছেন জোকোভিচ | ছবি: সংগৃহীত
0

নোভাক জকোভিচের ক্যারিয়ারে যোগ হলো আরেকটি অবিস্মরণীয় রাত। প্রায় চার ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াই শেষে ইতালির ইয়ানিক সিনারকে পাঁচ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন সার্বিয়ান কিংবদন্তি।

৩-৬; ৬-৩; ৪-৬; ৬-৪; ৬-৪ স্কোরলাইনই বলে দেয় ম্যাচটা কতটা টানটান ছিল। রাত প্রায় দুইটা পর্যন্ত চলা এ লড়াইয়ে দুজনই খেলেছেন বিশ্বমানের টেনিস।

ম্যাচ শেষে আবেগাপ্লুত জকোভিচ জানান, ২০১২ সালের নাদালের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচের কথা। তিনি স্বীকার করেন, সিনার তাকে শেষ সীমা পর্যন্ত ঠেলে দিয়েছেন।

আরও পড়ুন:

নির্ধারণী পঞ্চম সেটে ৪-৪ সমতায় গুরুত্বপূর্ণ ব্রেক তুলে নিয়ে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন জকোভিচ। এবার ফাইনালে কার্লোস আলকারাসের সঙ্গে আরেকটি মহারণের অপেক্ষা।

এফএস