মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা আনু গ্রেপ্তার

আনন্দ কুমার সাহা আনু
আনন্দ কুমার সাহা আনু | ছবি: এখন টিভি
0

ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার সাহা আনুকে (৪৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) দুপুর দুইটায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) ডিবি পুলিশের একটি দল মানিকগঞ্জ সদর থানাধীন টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া আনন্দ কুমার সাহা পৌরসভার পূর্ব দাশড়া এলাকার শিবু সাহার ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন:

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এএম