নোটিশের তথ্যানুযায়ী, ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত সুনামগঞ্জের ২৫০ শয্যা সদর হাসপাতালকে সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একধিকবার নোটিশ দেয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল পরিশোধ করেনি কিংবা বিষয়টি আমলে নেয়নি।
ফলে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য হাসপাতাল কতৃপক্ষকে নোটিশ দেয়া হয়। এ নোটিশে উল্লেখ্য করা হয় ডিসেম্বরের ৮ তারিখের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আগামী ৯ ডিসেম্বর সদর হাসপাতালের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।
আরও পড়ুন:
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বিদ্যুৎ বিভাগের পাওনা সব বকেয়া বিল পরিশোধের চেষ্টা করা হচ্ছে। অ্যাকাউন্টসের সঙ্গে কথা হয়েছে। তারা টাকা দিলে আমরা বিল পরিশোধ করে দেব।’





