জানা যায়, হামিরদী ইউনিয়নের মাধবপুর ব্রিজ সংলগ্ন কবরস্থানের সামনে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। নিহত দুই ব্যক্তি হলেন সুমন (২৫) এবং ইমন (২২)। তাদের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়। এসময় গুরুতর আহত অপর ব্যক্তি আশিক মোল্লাকে (২২) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
আরও পড়ুন:
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সার্জেন্ট রাসেলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনা-কবলিত মোটরসাইকেলকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ আজ (রোববার, ৭ ডিসেম্বর) সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়ির চালক শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন।





