চট্টগ্রামে কম্বল কারখানার আগুন নিয়ন্ত্রণে

আগুনে ক্ষতিগ্রস্ত ভবন
আগুনে ক্ষতিগ্রস্ত ভবন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের কদমতলীতে কম্বল কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় বিকেলে নিয়ন্ত্রণে আসে আগুন। এর আগে আজ (সোমবার, ২৪ নভেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, ভবনের চতুর্থ তলায় কম্বলের গুদাম ও তৃতীয় তলায় জুতার গুদাম ছিল। ভবনটিতে নিয়মিত প্রায় দেড়শো কর্মী কাজ করতেন। তবে আগুন লাগার সময় চতুর্থ তলায় কেউ ছিলেন না বলে জানিয়েছেন ভবনের অন্যান্য তলার কর্মীরা।

আরও পড়ুন:

স্থানীয় এক ভবন মালিক হাজী রফিক জানান, আগুন সম্ভবত চতুর্থ তলার কম্বলের গুদাম থেকেই ছড়িয়েছে। আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালামাল, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন ও বিভিন্ন আমদানিকারকের মজুত পণ্য রয়েছে।

ইএ