চট্টগ্রামে কম্বল কারখানায় আগুন; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

আগুনে ক্ষতিগ্রস্ত ভবন
আগুনে ক্ষতিগ্রস্ত ভবন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের কদমতলীতে একটি কম্বল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (সোমবার, ২৪ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘কদমতলী পোড়া মসজিদের পাশের পাঁচতলা ভবনের চতুর্থ তলার কম্বলের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।’

তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা এ মুহূর্তে নিশ্চিত হওয়া যায়নি। কম্বল থাকায় আগুন দ্রুত গোডাউনজুড়ে ছড়িয়ে পড়েছে।’

ইএ